হাতের তালুর মেহেদি ডিজাইন (Mehndi Designs for Palms)
ছেলেদের ও মেয়েদের হাতের তালুর মেহেদি ডিজাইন আইডিয়া পিকচার সহ আজকে আপনার সাথে শেয়ার করব। মূলত আমি, ছোট বাচ্চা মেয়েদের,শিশু, ছেলেদের, উঠতি বয়সী তরুণ-তরুনী এবং রূপচর্চার প্রতি যত্নশীল সকল রমণীদের জন্য হাতের এই গর্জিয়াস মেহেদি ডিজাইনগুলো আপনার পছন্দ অনুপাতে ব্যবহার করে নিজেকে মেহেদীর লাল রঙে রাঙিয়ে তুলুন।
হাতের তালুর মেহেদি ডিজাইন
হাতের তালুতে মেহেদীর এই ডিজাইনটি ছোট বড়, বাচ্চা মেয়ে, মধ্য বয়সী এবং তরুণী সকলের হাতে সমানভাবে চমৎকারভাবে ফুটে উঠবে। এছাড়াও যদি আপনি হাতের তালুর আরো বেশ কিছু মেহেদি ডিজাইন চান; তাহলে অনুগ্রহ করে আমাদের এই গ্রুপটিতে গিয়ে মেসেজ করুন।
হাতের তালুর মেহেদির ডিজাইন
বিয়ে-শাদী, পূজা-পার্বণ এবং আসন্ন পহেলা বৈশাখের অনুষ্ঠান উপলক্ষে সারিবদ্ধ তিনটি ডিজাইনের প্রথম নকশা টি উপযুক্ত একটি ডিজাইন। নীল রঙের কিংবা কালো কালারের শাড়ির সাথে দুই হাত ভরে এই ডিজাইনের মেহেদি পড়লে আপনাকে খুবই নান্দনিক এবং রাজকন্যার মত ফুটফুটে সুন্দরী ও আকর্ষণীয় লাগবে।
মেয়েদের হাতের তালুর মেহেদি ডিজাইন ২০২১
ময়ূর ফুল আকৃতির সম্পূর্ণ হাত জুড়ে এই মেহেদির ডিজাইনটি 2021 সালের ট্রেন্ডিংয়ে ছিল। তখনকার মেয়েদের হাতে কম বেশি এ ধরনের স্টাইলের ডিজাইনগুলো প্রায়শই দেখা যেত। সুতরাং ঐতিহ্যবাহী এই নকশাটি অনুসরণ করে নতুনভাবে আপনার হাতকে ফুটিয়ে তুলতে পারেন মেহেদির রাঙানো ছোঁয়ায়।
মেহেদী ডিজাইন হাতের তালুর
হাতের তালুতে সম্পূর্ণরূপে মোরগের ঝুটি আকারের এই ডিজাইনটি ঐতিহ্যবাহী নকশা হিসেবে বেশ প্রচলিত। আমাদের আঞ্চলিক মেয়েরা প্রায় সময়ই হাতের তালুর এই ডিজাইনটি পড়ে থাকেন। আপনিও ব্যবহার করতে পারেন।
হাতের তালুর মেহেদীর ডিজাইন
আগেকার দিনের রাজকন্যা গন এ ধরনের স্টাইলের মেহেদীর নকশা হাতে আঁকতেন। কব্জি থেকে শুরু করে হাতের তালুর এক পাশের ঘনমাংশের নরম অংশ থেকে ডিজাইনটি শুরু হয়ে পাঁচ আঙ্গুল জুড়ে ভরপুরভাবে তিলোত্তমা াক ও ক্ষুদ্রাকৃতির পাতা বিশিষ্ট এই নকশাটি আপনার জন্য পারফেক্ট হতে পারে। ঐতিহ্যবাহী এই মেহেন্দি ডিজাইনটি একবার হলেও ব্যবহার করে দেখবেন, প্লিজ।
হাতের তালুর মেহেদী ডিজাইন
মেহেদির এই পিকচারটি তে লক্ষ্য করুন; হাতের তালুতে একটি বৃত্তকে কেন্দ্র করে চারিদিকে গম্বুজাকৃতির ফুলশয্যার নকশা দেওয়ার প্রচেষ্টা চলছে প্রায়। ক্রমশ হাতের পাঁচ আঙ্গুলের ঠিক অগ্রভাগে ঘন মেহেদীর আবরণে ডিজাইন করা হয়েছে। সেই সাথে হাতের কব্জির কিছু অংশ বিশেষে সুন্দর ডিজাইনের সাথে সর্বশেষ মাথার মুকুটের আংটার মতো নকশা দেওয়া হয়েছে। মেহেদির এই সুন্দর ডিজাইনটি মধ্যবয়সী মহিলাদের জন্য পারফেক্ট হবে।
সিম্পল হাতের তালুর মেহেদি ডিজাইন
অতি সাধারণ হাতের তালুর মেহেদি ডিজাইন টি যে কারো দৃষ্টি আকর্ষণ করতে যথেষ্ট। আরবি অক্ষর লাম হরফের মত তরুলতার সাথে বিন্দু বিন্দু পাতার গুটি দিয়ে সাজানো এই সিম্পল নকশাটি এরাবিয়ানরা পড়ে থাকেন। আপনি যদি সিম্পল স্টাইলের ফ্যাশনে অভ্যস্ত হয়ে থাকেন; তাহলে এই ডিজাইনটি নিজের হাতের তালুতে একবার একে দেখুন। আশা করি, আপনাকে বেশ ভালই মানাবে।
হাতের তালুর সিম্পল মেহেদী ডিজাইন
তিনটি বেলি ফুলের সাথে তিনটি মেহেন্দি পাতার কম্বিনেশন যেন সিম্পল মেহেন্দি নকশা এক অনন্য রূপ। বাচ্চা মেয়ে এবং উঠতি বয়সী শিশুদের হাতে সিম্পল এই নকশাটি চমৎকারভাবে ফুটে উঠবে, একথা বিপরীতে মন্তব্য করার কোন অপশন নাই।
হাতের তালুর মেহেদি ডিজাইন সিম্পল
স্টার ফ্লাওয়ার এর শুধুমাত্র একটি লেয়ারের সেড ধরে কব্জির শুরু থেকে তালুর মধ্যভাগ দিয়ে তর্জনী আঙ্গুল পর্যন্ত অগ্রসর হয়ে যাওয়া হাতের তালুর এই সিম্পল মেহেদি ডিজাইন টি গুলুমুলু বাচ্চা মেয়েদের সুন্দরী হাতে জোস মানাবে। বলতে পারেন কিউট মেয়েদের তুলতুলে প্রশস্ত হাতে এই নকশাটি আঁকলে সাদামাটার মধ্যে আকর্ষণীয়ভাবে ফুটে উঠবে।
মেহেদি ডিজাইন হাতের তালুর
প্রিয় মানুষটাকে আপনার প্রতি আকর্ষিত করতে, ভালোবাসার প্রতীক হিসেবে লাভ মেহেদির ডিজাইনটি আঁকতে পারেন। এখানে দুইটি লাভের মধ্যে প্রথমটিতে আপনার নামের অক্ষর এবং দ্বিতীয়টিতে আপনার প্রিয় মানুষটার নামের প্রথম অক্ষর লিখে রাখলে; শাহজাহান ও মমতাজের প্রেম কাহিনীর অভিচ্ছন্ন অংশ হিসেবে তুলনা মিলবে হয়তো…।
সহজ হাতের তালুর মেহেদি ডিজাইন
রেড রোজ বা লাল গোলাপের সাথে দুই পাশে বনলতার সংমিশ্রণের সহজ মেহেদি ডিজাইনটি যে কোন সুদর্শন রমণীর সুন্দর হাতের তালুতে মেহেদির মাধুর্যতা ছড়িয়ে দিবে। চিকন ও লম্বা আকৃতির খরসা ত্বকের মেয়েদের হাতে লাল গোলাপের এই নকশাটি অসম্ভব রূপময়তা আনবে।
হাতের তালুর সহজ মেহেদী ডিজাইন
ঈদ কিংবা পূজা পার্বণ উপলক্ষে, এই ডিজাইনটি এশিয়া মহাদেশের মহিলাদেরকে প্রায়শই পড়তে দেখা যায়। তবে আমাদের এই ভারতবর্ষের বাঙ্গালীদের মাঝে পহেলা বৈশাখ উপলক্ষে অনেক তরুণ তরুণীদেরকে এই ডিজাইনটি নিজেদের হাতে মেহেদির ছোঁয়ায় রাঙানোর একটা ট্রেন্ড প্রতিবছরই শুরু হয়। তাই বিশেষত নববর্ষ উপলক্ষে এই ডিজাইনটির কোন জুড়ি নেই।
হাতের তালুর মেহেদী ডিজাইন ছবি
অসম্ভব রকমের সুন্দর এই হাতের তালুর মেহেদি ডিজাইন নকশার ছবিটি হুবহু অনুসরণ করে যদি আপনি আঁকতে পারেন; তাহলে বিশ্বাস করুন: আপনাকে অস্থির লাগবে। যদিও এই ধরনের গর্জিয়াস ডিজাইনগুলো নতুনদের জন্য প্রথম দিকে আর্ট করতে অনেক কষ্টকর মনে হবে, তবে যদি আপনি মেহেদী ডিজাইনার হিসেবে অভিজ্ঞ সম্পন্ন হয়ে থাকেন তাহলে এটি আপনার কাছে অঙ্কন করা একদম পানির মতো সহজ লাগবে।
ইতিকথা, আমাদের সংগৃহীত হাতের তালুর মেহেদি ডিজাইন নকশাগুলোর আইডিয়া আপনার কাছে কেমন লেগেছে। তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা নিয়মিত Mehendi Design info তে মেহেদি ডিজাইন এর আইডিয়া সংক্রান্ত আর্টিকেল ও ব্লগপোস্ট পাবলিশ করে থাকি। পরবর্তী নিবন্ধে আপনি কি ধরনের মেহেদী ডিজাইনের পিকচার বা ছবি চান; তা অবশ্যই আমাদেরকে রিকোয়েস্ট করতে পারেন ফেসবুকের এই গ্রুপটির Mehndi Design মাধ্যমে।